প্লাটিনাম জুটমিল বধ্যভূমি, খুলনা
প্লাটিনাম জুট মিলের হত্যাকাণ্ড ছিল যেমন লোমহর্ষক, তেমনি নির্মমতা-নিষ্ঠুরতায় ভরা। মিলের জ্বলন্ত বয়লারের ভেতরে ফেলে অন্তত ৫৬ জনকে পুড়িয়ে মেরেছে এমন সংবাদ পাওয়া গেছে। ‘বাঙালি শ্রমিকদের প্রথমে এনে বসানো হতো বয়লারের সামনের তিন ফুট উঁচু পাকা প্রাচীরের পাশে, এরপর তাদের বস্তাবন্দি করা হতো। তারপর শুরু হতো হত্যাযজ্ঞ। তাও একবারে নয়, আস্তে আস্তে। বয়লারের মুখের ঢাকনি খোলা হতো এবং তখন সেই বস্তাবন্দি নিরাপরাধ মানুষটির পায়ের দিক ঢুকিয়ে দেয়া হতো জ্বলন্ত বয়লারের মধ্যে। সেইটুকু পুড়ে গেলে আর একটু দেহ এগিয়ে দেয়া হতো। তারপর সর্বশেষে ঠেলে দেয়া হতো অবশিষ্টাংশ অর্থাৎ মাথাটা। এই হতভাগ্যদের মধ্যে হারুন হেমায়েত, আজিজ প্রমুখের নাম পাওয়া যায়।
[ ১৩৭] সুকুমার বিশ্বাস
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত