ফতেহপুর গড়ের মাঠ গণহত্যা, নওগাঁ
২৩ এপ্রিল মাধনইমুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী আলাউদ্দিন খাঁকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। সেই সাথে মিলন ও আলিম সাহাকে হত্যা করে তারা। ২৫ এপ্রিল নিতলকপুর ইউনিয়নের ফতেহপুর গড়ের মাঠে ১৩ জনকে হত্যা করে পাকবাহিনী। এঁরা হলেন গিয়াসউদ্দিন (২০), পিতা-কোকাই সরদার, গ্রাম-দেবীপুর; সায়েদ আলীম (২২), পিতা-মৃতদণ্ড মুমিন সরকার, গ্রাম-কাদোয়া কায়সার আলী (২২), পিতা-মৃত শুকুর সরকার, গ্রাম-কাদোয়া; জহির উদ্দিন (৩৬), মো. রুবিয়া সরদার, গ্রাম-দেবীপুর; ছায়েব আলী (৩০), পিতা-মৃত ভোদা মণ্ডল, গ্রাম-ফতেহপুর: আব্দুল জাব্বার (২৮), পিতা-জপরা মণ্ডল, গ্রাম- ফতেহপুর: আকিলউদ্দিন (২৮), পিতা-শরিয়ত সরদার, গ্রাম-ফতেহপুর; কায়সার (৩৫), পিতা-মৃত শশী মণ্ডল, গ্রাম-ফতেহপুর: গোলাম রসুল (৩০), পিতা-মৃত কান্দুর সরদার, গ্রাম-ফতেহপুর; গোলাম রসুল (৩০), পিতা-মৃত কান্দুর সরদার, গ্রাম-ফতেহপুর: আজাহার আলী (২০), পিতা-মো. খয়বর আলী, গ্রাম-ফতেহপুর নুরুল ইসলাম (১৮), পিতা-মো. ফজলুর রহমান, গ্রাম-দেবীপুর: মজিবুর রহমান (৩৫), পিতা-পরবর্তি সরদার, গ্রাম-দেবীপুর: অশত (১৪), গ্রাম-দেবীপুর।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত