ফয়’স লেক বধ্যভূমি, চট্টগ্রাম
চট্টগ্রাম শহরের পাহাড়তলীর তৎকালীন পাঞ্জাবি লেনের পাশেই ফয়’স লেকের অবস্থান। পাঞ্জাবি ও বর্বর বিহারিরা মাত্র একদিনের হত্যাকাণ্ডে পাহাড়তলীর ফয়’স লেককে দেশের বৃহত্তম বধ্যভূমিতে পরিণত করে। বিহারিরা নির্বিচারে হত্যা করেছিল রেল কলোনিবাসীদের। শুধু তাই নয়, লোকাল রুটের দোহাজারীগামী ট্রেন থামিয়েও তারা গণহত্যা চালায়। বাঙালি কলোনি থেকে হাজার হাজার নারী- পুরুষকে ধরে এনে হাত-পা বেঁধে জল্লাদ দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে হত্যাযজ্ঞ চালানো হতো। বাঙালিদের নিয়ে জোরপূর্বক গণকবর খুঁড়িয়ে অবশেষে তাঁদেরকে হত্যা করে সেই কবরেই মাটিচাপা দেয়া হতো। ক্যান্টনমেন্টে বন্দি নারীদের ওপর পাশবিক অত্যাচার চালিয়ে শেষে হত্যা করে এখানে এনে পুঁতে রাখত। এই বধ্যভূমির মাটি খুঁড়লে এখনো পাওয়া যাবে অসংখ্য শহীদের কঙ্কাল।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত