ফরিদপুর স্টেডিয়াম ও হাজরা সেতু বধ্যভূমি, ফরিদপুর
প্রতিদিন হানাদাররা যে সমস্ত নিরীহ লোককে বিভিন্ন স্থান থেকে ধরে আনত, তাঁদের ওপর ফরিদপুর স্টেডিয়ামের অন্ধ কোঠায় দিনভর নির্যাতন করা হতো। রাতে সবার কোমরে রশি বেঁধে নিয়ে যাওয়া হতো হাজরা সেতুর ওপর। সেখানে ব্রাশফায়ারে হত্যা করে এঁদেরকে নদীতে ফেলে দেয়া হতো। স্টেডিয়ামে নির্যাতন করার সময় যাঁরা মারা যেতেন তাঁদের স্টেডিয়ামের মাঠেই পুঁতে ফেলা হতো। স্বাধীনতার পর স্টেডিয়ামের মাটি খুঁড়ে বহু কঙ্কাল উদ্ধার করা হয়।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত