ফুলছড়ি বধ্যভূমি, গাইবান্ধা
মুক্তিযুদ্ধে পাকবাহিনী ও তাদের দোসরদের মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন গাইবান্ধার ফুলছড়ি থানার বধ্যভূমি। হানাদার বাহিনী ও অবাঙালিরা মুক্তিযুদ্ধ চলাকালীন দেশের বিভিন্ন স্থানসহ ফুলছড়ি ও সাঘাটা থানার বিভিন্ন অঞ্চল থেকে হাজার খানেক বাঙালিকে ধরে এনে চরম নির্যাতনের পর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে এই বধ্যভূমিতে। গুলি করার পূর্বে শহীদদের দ্বারা গর্ত খুঁড়ে নেয়া হতো। সেই গর্তেই মৃত্যুর পর তাদের পুঁতে রাখত।
[৫৮০] ড. মো. মাহবুবর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত