পিরোজপুর আটঘর কুড়িয়ানা পেয়ারাবাগান বধ্যভূমি, বরিশাল
বরিশাল জেলার পিরোজপুর মহকুমার আটঘর কুড়িয়ানা পেয়ারাবাগান এলাকায় আশ্রয় গ্রহণকারী শত শত নরনারী, শিশু, যুবক-যুবতীদের ওপর পাকসেনারা ব্যাপক আক্রমণ চালায়। প্রথম হামলা চালায় ৭ জুন। পুনরায় ৯ এবং ১০ জুন সমগ্র পেয়ারাবাগান এলাকা পাকসেনারা ঘিরে ফেলে শত শত মানুষকে হত্যা করে। পেয়ারাবাগানে আশ্রয় গ্রহণকারী ব্রজেন্দ্রনাথ মল্লিক জানান, সেদিন আটঘর কুড়িয়ানার অধিবাসীদের মধ্য থেকে ৪৮৩ জনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত