পুলিশ লাইন বধ্যভূমি, কুষ্টিয়া
কুষ্টিয়ার পুলিশ লাইন ছিল পাকসেনাদের ঘাঁটি। বিহারি ও রাজাকারদের সহায়তায় সন্দেহভাজন বাঙালিদের এখানে ধরে আনা হতো। চলত অকথ্য নির্যাতন। উপরে পা ঝুলিয়ে প্রহার করা হতো, হাত-পায়ের আঙুলে আলপিন ঢুকিয়ে দেয়া হতো। যাদের নাম ‘খরচ খাতা’য় লেখা হতো, তাদের হস্তান্তর করা হতো রাজাকার ও বিহারিদের কাছে। হতভাগ্য এই মানুষগুলোকে নিয়ে যাওয়া হতো পার্শ্ববর্তী রেললাইনের নির্জন স্থানে। তারপর গুলি চালিয়ে কিংবা জবাই করে মারা হতো। পুলিশ লাইনের বন্দিদশা থেকেই ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয় অধ্যাপক দুর্গাদাস সাহাকে।
[১৩৭] আবুল আহসান চৌধুরী
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত