পোস্ট অফিস গণহত্যা, নোয়াখালী
জুন মাসের কোনো একদিন হানাদার বাহিনী ছয়জন মুক্তিযোদ্ধাকে ধরে এনে তাদের সবাইকে হাত ও চোখ বেঁধে ট্রাকে করে এনে দাঁড় করায় মাইজদী শহরের প্রধান কেন্দ্র পোস্ট অফিস মোড়ে। এদের সঙ্গে খোলা জিপে করে এসেছিল পাকিস্তানি মেজর ইমতিয়াজ ও রাজাকার কমান্ডার তৎকালীন এনএসএফের নেতা আবু সুফিয়ান। সে সময় তাদের দেখতে অনেক মানুষ জড়ো হয়েছিল। তখন জনতাকে উদ্দেশ করে তারা বলেছিল, ‘এরা ভারতের চর, ইসলামের শত্রু।’ পরে বন্দিদের সেখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে সবাইকে হত্যা করা হয়।
সংকলন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত