You dont have javascript enabled! Please enable it! পানির ট্যাঙ্ক গণকবর ও বধ্যভূমি | টাঙ্গাইল - সংগ্রামের নোটবুক

পানির ট্যাঙ্ক গণকবর ও বধ্যভূমি, টাঙ্গাইল

টাঙ্গাইলেও পাকিস্তানিরা ব্যাপক ধ্বংস, হত্যাযজ্ঞ, নারী নির্যাতন চালিয়েছিল। এখানেও আবিষ্কৃত হয়েছে বেশকিছু গণকবর-বধ্যভূমি। টাঙ্গাইল শহরের পানির ট্যাঙ্কের কাছে ডি-কোয়ার্টারের পেছনে ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টারের সম্মুখে আবিষ্কৃত হয়েছে অনেকগুলো গর্ত। আর এসব গর্তে পাওয়া গিয়েছে অসংখ্য নরকঙ্কাল। জেলা হেডকোয়ার্টার এলাকাটি এমনিতেই নির্জন। পাকবাহিনীর লোকেরা নিরীহ লোকদের ধরে এনে হত্যা করত এই নির্জন এলাকায়। এখানে ছেঁড়া লুঙ্গি, গেঞ্জি, শার্ট, চাদর ও দড়ি পড়ে থাকতে দেখা গেছে। অনুমান করা হচ্ছে একমাত্র এখানেই কমপক্ষে পাঁচ-ছয় শ লোককে হত্যা করা হয়েছে।
[১৩৭] সুকুমার বিশ্বাস

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত