পালপাড়া গণহত্যা ও নির্যাতন, দিনাজপুর
দেশ হানাদারমুক্ত হওয়ার মাত্র পাঁচ দিন আগে অর্থাৎ ১১ ডিসেম্বর পাকবাহিনীর সহযোগী হোসেন ডাকাত গাছবাড়িয়া পালপাড়া গ্রামে দোহাজারী ক্যাম্প থেকে পাকসেনা ও রাজাকারদের আমন্ত্রণ করে আনে। পাকবাহিনী এখানে উপস্থিত হয়েই তাদের নিধনযজ্ঞ শুরু করে। ঐদিন তারা গ্রামের ১৭ জন নারী-পুরুষকে হত্যা করে। এক পর্যায়ে তারা এলাকার সম্মানিত শিক্ষক ক্ষেত্রমোহন নাথের স্ত্রী আলো রানীকে ধর্ষণ করার উদ্যোগ নিলে আলো রানী কোনোক্রমে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অদূরবর্তী জ্বলন্ত ঘরবাড়ির আগুনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে নিজের সতীত্ব রক্ষা করেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা এই যে, স্বাধীনতার দুদিন পর রাজাকার ও মুজাহিদ সদস্যরা এলাকার বিশিষ্ট কবিরাজ যোগেন্দ্রচন্দ্র নাথকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে।
[১১] আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত