You dont have javascript enabled! Please enable it!

পালপাড়া গ্রাম গণহত্যা, দিনাজপুর

২২ এপ্রিল পাকসেনারা হিলি দিনাজপুর দখল করার পর চারদিকে অগ্নিসংযোগ এবং ব্যাপক গণহত্যা চালায়। ২৩ এপ্রিল পাকসেনা ও বিহারিরা পালপাড়া আক্রমণ করে প্রথমে গ্রামবাসীদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে এবং পরে গুলি করে হত্যা করে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রাণ কৃষ্ণপুর (চর) গ্রামে পাকবাহিনী চারদিক থেকে ঘিরে ফেলে। সকল পুরুষ লোককে বেছে এক লাইনে দাঁড় করিয়ে অকথ্য নির্যাতনের পর মেশিনগানের গুলিতে ১৪৯ জনকে হত্যা করে। গ্রাম থেকে সুন্দরী মেয়েদের ধরে নিয়ে যায় এবং অনেককে সবার সামনেই ধর্ষণ করে।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত