পালবাড়ির গণহত্যা, মুন্সিগঞ্জ
১৯৭১-এর ১১ মে সকাল ১১টায় পাকসেনা বাহিনী মুন্সিগঞ্জ মহকুমা তথা জেলায় প্রবেশ করে হত্যা, অত্যাচার, নির্যাতন ও বিভিন্ন জায়গায় হামলা আরম্ভ করে। সেদিনই পাকসেনারা জেলার টঙ্গীবাড়ী থানার আবদুল্লাহপুর গ্রামে আক্রমণ চালায়। এই গ্রামে আগে থেকেই পাকসেনাদের অত্যাচার নির্যাতনের ভয়ে নিরাপত্তার কথা ভেবে ঢাকা-নারায়ণগঞ্জ এমন কি আরও দূর- দূরান্ত থেকে শত শত লোকজন শরণার্থী হিসেবে বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছিল। এক পর্যায়ে পাকসেনারা বিকেল ৫টায় গ্রামের পাল বাড়িতে হামলা চালায়। বাড়িতে প্রবেশ করেই পাকবাহিনী নির্বিচারে সেই আশ্রয় নেয়া লোকদের সব গুলি করে হত্যা করে। সেদিন তারা অমূল্য পালসহ ১১-১৭ জন লোককে হত্যা করে।
[১৭৬] হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত