You dont have javascript enabled! Please enable it! 1969.02.19 | শেখ মুজিবের মুক্তি ও আগরতলা মামলা প্রত্যাহারের দাবীতে সান্ধ্য আইন উপেক্ষা করিয়া রাজধানীর বিভিন্ন এলাকায় রাত্রে বিক্ষোভ মিছিল | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১৯শে ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিবের মুক্তি ও আগরতলা মামলা প্রত্যাহারের দাবীতে সান্ধ্য আইন
উপেক্ষা করিয়া রাজধানীর বিভিন্ন এলাকায় রাত্রে বিক্ষোভ মিছিল
(ষ্টাফ রিপোর্টার)

সান্ধ্য আইন, সেনাবাহিনী ও ১৪৪ ধারা উপেক্ষা করিয়া গতকাল মঙ্গলবার দিবাগত রাত্রি দশ ঘটিকার পর রাজধানীর নয়া শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার নাগরিকের খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বাহির হয়।
শেখ মুজিবের মুক্তি ও আগরতলা মামলা প্রত্যাহারের দাবীতে ও রাজশাহীতে গুলীবর্ষণে রীডার ডক্টর জোহার নিহত হওয়ার প্রতিবাদে এই মিছিল বাহির করা হয়।
প্রকাশ, অধিক রাত্রের এ সমস্ত মিছিলের উপর প্রহরারত সম্মিলিত বাহিনী গুলীবর্ষণ করে। এই গুলীবর্ষণে কেহ আহত বা নিহত হইয়াছেন কিনা তাহা সঠিকভাবে জানা যায় নাই। তবে ছাত্রমহল হইতে গুলীবর্ষণের ফলে হতাহত হইয়াছে বলিয়া দাবী করা হইয়াছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাতের বেলায় এই গুলীবর্ষণের ব্যাপারে কোন প্রকার মন্তব্য প্রকাশ করেন নাই।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯