You dont have javascript enabled! Please enable it!

পাকুরিয়া গণহত্যা, রাজশাহী

রাজশাহীর ৩০ মাইল উত্তরে নওগাঁ মহকুমার মান্দা থানার পাকুরিয়া গ্রামে ২৮ আগস্ট হানাদার বাহিনী ১২৮ জনকে হত্যা করে। ১৯৭১-এর ভোরে সারা গ্রামের জনতার ওপর ঝাঁপিয়ে পড়ল খানসেনারা। শান্তি কমিটির দালাল খবর দিয়েছিল, মুক্তিবাহিনী আসা-যাওয়া করে ঐ গ্রামে। সবার ঘুম তখনো ভাঙেনি। শান্তি কমিটির মিটিং হবে হাইস্কুল মাঠে ‘সবকো জানে পড়েগা।’ রাইফেলের গুঁতো, কিল, চড়, লাথি মেরে সবাইকে পাক দস্যুরা নিয়ে এল স্কুল মাঠে
গ্রামের নিরীহ বাসিন্দাদের বসিয়ে দেয়া হলো মাঠের মাঝখানে। পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল পাক দস্যুরা। সাথে সাথে ডজন খানেক মেশিনগান গর্জে উঠল। রক্তনদী বয়ে গেল স্কুলের মাঠে। তারপর সারা গ্রাম তারা জ্বালিয়ে দিল। আকাশজুড়ে উঠল আগুনের লেলিহান শিখা। এই হত্যাকাণ্ডে নিহত পাকুড়িয়া বিল, উৎরাইল, বালুকা পাড়া ও কাসম্বা গ্রামের ৬৯ জনের নাম এ পর্যন্ত পাওয়া গেছে।
[৩৮৬] মফিউদ্দিন আহমদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!