পাঁচবিবির গণহত্যা, জয়পুরহাট
পাঁচবিবিতে পাকসেনারা শত শত মানুষকে হত্যা করে। বাগজানা রেলস্টেশনের দক্ষিণে বকুলতলায় (কোকতারা গ্রাম) রেলপথের দু পাশ জুড়ে ছিল হানাদারদের শক্তিশালী বাঙ্কার। নির্জন বনের মধ্যে এখানে হানাদার সেনারা ট্রেন থামিয়ে দূর-দূরান্ত থেকে ধরে আনা বাঙালিদের নামিয়ে দিত। বাঙ্কারের সৈন্যরা তাদের বনের মধ্যে বা পুকুরপাড়ে নিয়ে গিয়ে হত্যা করত। হতভাগ্যদের পরিচয় মেলেনি। সবাই ছিল বহিরাগত। এছাড়া আশ্রয়ের সন্ধানে ভারতগামী শরণার্থীদেরও বাঙ্গাসদহ ব্রিজের কাছে (তুলসীগঙ্গা নদীতে) এবং অন্যান্য স্থানে ধরে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
[১১] আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত