পানি উন্নয়ন বোর্ড নারী নির্যাতন কেন্দ্র, জামালপুর
২২ এপ্রিল, পাক হানাদার বাহিনী ভারতের সীমান্তবর্তী এলাকা জামালপুর শহর দখল করে নেয়। বিভিন্ন থানা, ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে শুরু করে লুটতরাজ, অগ্নিসংযোগ, অত্যাচার, নির্যাতন ও গণহত্যা। শান্তি কমিটির নীল-নকশা অনুযায়ী রাজাকার, আলবদর ও মোজাহিদরা জেলার বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিকামী লোকজনকে ধরে এনে নানারকম অত্যাচার নির্যাতন করে হত্যা করত। শুধু তাই নয় সেই সমস্ত অঞ্চল হতে বলপূর্বক মেয়েদের তুলে পানি উন্নয়ন বোর্ডে রাখা হতো। এদেশীয় দোসররা পাক হানাদারদের মনোরঞ্জনের জন্য মেয়েদের সেখানে সরবরাহ করত। দিনের পর দিন এ সমস্ত মেয়েদের উপর অকথ্য নির্যাতন চালানো হতো। নির্যাতিত এ সব মেয়েদের মৃত্যু হলে ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দিত কিংবা শ্মশানঘাট ও ফওতি কবরস্থানে মাটি চাপা দেয়া হতো। এসব নির্যাতিত মেয়েদের সঠিক সংখ্যা আজও জানা যায়নি।
[৬০১] হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত