পনিটুলা গ্রাম গণহত্যা, সিলেট
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকহানাদারেরা সিলেট জেলার সদরে পনিটুলা গ্রামে গণহত্যা চালায়। তারা স্টার চা বাগানের যা বর্তমানে তারাপুর চা বাগান এলাকা থেকে ২০-২৫ জন লোককে ধরে এনে প্রেমানন্দের ঘরে জড়ো করে এবং সবাইকে গুলি করে হত্যা করে। হত্যার পরে বাড়িসহ সব শহীদকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়।
[৫৫] গুলনাহার তুহীন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত