পপুলার প্রেসে গণহত্যা, ঢাকা
২৫ মার্চ ১৯৭১ সাল, পাকবাহিনী ঢাকার বিভিন্ন জায়গায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। সেদিন বর্তমান শেরাটন হোটেলের উল্টোদিকে সাকুরার পাশে পপুলার প্রেসে কর্মচারীরা কাজ করছিল। পাকহানাদার বাহিনী সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি করে আগুন ধরিয়ে দেয় প্রেসে। একদিকে প্রেসটি জ্বলছে, অন্যদিকে পাশেই পড়েছিল কর্মচারীদের লাশ।
[৩৪] দিলরুবা বেগম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত