নূরপুর মানিকনগর মোনাখালি নির্যাতন কেন্দ্র, মেহেরপুর
ঐতিহাসিক মুজিবনগরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য পাকিস্তান সেনাবাহিনী নিকটবর্তী নূরপুর এবং মানিকনগরে দুটি ঘাঁটি স্থাপন করে। এতদঞ্চলের অধিকাংশ মানুষ ভারতে আশ্রয় নিলেও অবশিষ্ট যারা ভিটেমাটি আঁকড়ে পড়েছিল তাদের অনেকেই নির্যাতিত হয়েছে এ দুটি ক্যাম্পের পাকসেনাদের দ্বারা। কিন্তু মুক্তিবাহিনীর অব্যাহত আক্রমণের মুখে আগস্টের ৩ তারিখে এ দুটি আস্তানা গুটিয়ে এসে মেহেরপুরের অদূরে মোনাখালিতে স্থাপন করে। এখানেও যথারীতি বহু নারী-পুরুষকে নির্যাতন করা হয়। কিন্তু অনেককেই আবার এখান থেকে বিশেষ নির্যাতনের জন্য পাঠানো হয় কলেজ কিংবা ভোকেশনালে।
[১০৩] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত