You dont have javascript enabled! Please enable it! পটুয়াখালী জেলখানা বধ্যভূমি | পটুয়াখালী - সংগ্রামের নোটবুক

পটুয়াখালী জেলখানা বধ্যভূমি, পটুয়াখালী

পটুয়াখালী জেলখানার অভ্যন্তরেও বধ্যভূমি ও গণকবরের সন্ধান পাওয়া গেছে। জেলখানার গণকবরের প্রতিটিতে ৪-৫ জন করে মানুষের কঙ্কাল পাওয়া গেছে। অনুমান করা হয়, জেলের অভ্যন্তরে ন্যূনতম ৫শ লোককে হত্যা করে বিভিন্ন গর্তে মাটিচাপা দেয়া হয়েছে। হতভাগ্যদের অধিকাংশকেই গুলি করে হত্যা করা হয়। মেজর নাদের পারভেজের নির্দেশে এক দিনে ৬০-৭০ জনকে জেলের অভ্যন্তরে হত্যা করা হয়। পটুয়াখালীর মাতবর বাড়ি, কালিকাপুর এবং জেলা প্রশাসকের বাসভবনের দক্ষিণ পাশে রয়েছে গণকবর। পাকসেনা ও তাদের দোসর রাজাকার আলবদররা পুরনো জেলখানার অভ্যন্তরে শত শত লোককে ধরে নিয়ে হত্যা করে। এখানে ৮-১০ টি করে লাশ এক একটি গর্তে রাখা হয়।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত