নীলকুঠি বধ্যভূমি, যশোর
যশোর শহর থেকে ১০ কি. মি. পূর্বে যশোর-খুলনা মহাসড়কের উত্তর পাশে রূপদিয়া নীলকুঠি। রাজাকাররা বিভিন্ন স্থান থেকে বাঙালিদের ধরে এনে এই নীল কুঠিতে হত্যা করে ফেলে রেখেছিল। এই লাশ শিয়াল কুকুরে খেয়েছে। রূপদিয়া বাজারের আওয়ামী লীগ নেতা ডা. রুস্তম আলীর বাড়ি দখল করে রাজাকাররা ক্যাম্প করে। এই ক্যাম্পে বাঙালিদের ওপর নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ ফেলে দেয়া হতো নীলকুঠির চৌবাচ্চায়। লাশে লাশে চৌবাচ্চাটি পরিপূর্ণ হয়ে যায়। অগণিত মানুষকে রাজাকাররা নীলকুঠিতে হত্যা করে। নীলকুঠির পাশে ছিল পানের বরজ, রাজাকাররা এই বরজে মানুষের খুলি টাঙিয়ে রাখত। এখানে ‘সরদার ভিলা’ ছিল রাজাকারদের টরচার সেল। এই সেলে বাঙালিদের ওপর অত্যাচার চালিয়ে হত্যা করা হতো। ওদের নেতৃত্বে বাঙালিদের হত্যা করে নীলকুঠিতে এনে লাশ ফেলা হতো।
[২৬৪ ] রফিকুল আকবর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত