পলাশবাড়ি থানা বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্র, গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ি থানা সদরে সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলো ছিল পাকিস্তানি বাহিনীর অস্থায়ী ক্যাম্প। এখানে একটি বধ্যভূমি আছে। বধ্যভূমি তখন ডোবার মতো ছিল। এই ডোবার পাশেই ছিল নির্যাতন কক্ষ। এখানে পলাশবাড়ি থানার বাইরে থেকে লোক ধরে এনে নির্যাতন করে মারা হতো।
[৫৮০] মো. মাহবুবর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত