নরসিংদী পাঁচদোনা সেতু বধ্যভূমি, নরসিংদী
পাঁচদোনা সেতু ‘৭১-এর আরেকটি বধ্যভূমি। বহু মানুষকে ধরে এনে এই সেতুর ওপর দাঁড় করিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া পুটিয়া সেতু, সানখোলা সেতু এবং খাসিরদিয়াতে বিভিন্ন অঞ্চল থেকে ধরে আনা বাঙালিদের হত্যা করা হতো। এ ছাড়া রায়পুরার হাঁটুভাঙা এবং বাদুয়ার চর রেলসেতুকেও পাকসেনারা বধ্যভূমিতে পরিণত করে। এ ছাড়া নরসিংদীর হাঁটুভাঙা, বাদুয়ারচর ও রেল পুলে তিনটি বধ্যভূমি রয়েছে।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত