You dont have javascript enabled! Please enable it!

নান্দাইল গণহত্যা, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় পাকবাহিনী ও রাজাকারদের শক্ত ঘাঁটি ছিল। এ এলাকার বিভিন্ন গ্রামে বাঙালির মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় ১৭ নভেম্বর ১৯৭১ পাকবাহিনী এ অঞ্চল আক্রমণ করে। নান্দাইল থানার বিভিন্ন ইউনিয়ন থেকে বহু বাঙালিকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে। সে সময় যাঁরা গণহত্যার স্বীকার হয়েছেন শামসুল হক গ্রাম, রসুলপুর, রইস উদ্দিন ভূঁইয়া গ্রাম- চারিআনিপাড়া, মিয়া চান মিয়া, গ্রাম-চারিআনিপাড়া, ছোবেদ আলী, গ্রাম- চারিআনিপাড়া, হাবিবুর রহমান, গ্রাম-ভাটিসাভার, আবুল হোসেন, গ্রাম- চরভেলামারী, নজরুল ইসলাম, গ্রাম-চরউত্তরবন্দ, মহিউদ্দিন, গ্রাম-শেসগিয়ানপুর, খগেনচন্দ্র মজুমদার, গ্রাম-খামারগাঁও, হীরেন্দ্র চন্দ্র মজুমদার, গ্রাম-খামারগাঁও, উপেন্দ্র চন্দ্র মজুমদার, গ্রাম-খামারগাঁও, সতীশচন্দ্র দেব, গ্রাম-মুসল্লি, শ্ৰী দিগেন্দ্ৰ চন্দ্র বিশ্বাস, গ্রাম-মুসল্লি, জিল্লুর বারী, গ্রাম-সোরাগোলা, অনিলচন্দ্র আচার্য, গ্রাম- আচারগাঁও, মুজিবুর রহমান, গ্রাম-হাওলাপাড়া, আতাউর রহমান, গ্রাম-গারুয়া, সাধু ভূঁইয়া, গ্রাম-কাশীনগর, খগেন চন্দ্র ভৌমিক, গ্রাম-মহব্বতনগর, রিয়াজউদ্দিন খান, গ্রাম-সিংরইল, সরাফউদ্দিন হোসেন, গ্রাম-জাহাঙ্গীরপুর, ফজলুর রহমান, গ্রাম-গয়েসপুর, বাবুল, গ্রাম- কান্দাপাড়া, মমিরউদ্দিন মুন্সী, গ্রাম-রাজগাতি, রেজাউল করিম ফরাজী, গ্রাম-নান্দাইল। এছাড়া আরও অনেক নাম না জানা ব্যক্তি শহীদ হয়েছেন। এ এলাকায় শান্তি কমিটির সক্রিয় সহযোগিতায় রাজাকাররা জনগণকে নানাভাবে নির্যাতন করেছে।
[৩৪]দিলরুবা বেগম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!