নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় নির্যাতন কেন্দ্র ও গণকবর, চুয়াডাঙ্গা
দামুড়হুদা থানার নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় ছিল আর একটি নির্যাতন কেন্দ্র। অসংখ্য মানুষকে এখানে ধরে নিয়ে এসে নির্যাতন চালানোর পর হত্যা করা হতো। এই বিদ্যালয়ের পেছনেই আবিষ্কৃত হয়েছে এক বিশাল গণকবর। স্বাধীনতার পর পরই আবিষ্কৃত এ গণকবরটিতে দুই শতাধিক স্বাধীনতাকামী মানুষকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয় বলে জানা যায়। এটি চুয়াডাঙ্গার অন্যতম প্রাচীন বিদ্যালয়। এই বিশাল বাড়িতে ছিল পাকসেনাদের ঘাঁটি। এখানকার প্রতিটি কক্ষেই ছিল নির্যাতনের চিহ্ন।
[১৩৭] সুকুমার বিশ্বাস
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত