You dont have javascript enabled! Please enable it!

নাসির মওলানা কর্তৃক হত্যা ও নির্যাতন, ফরিদপুর

ফরিদপুর, বোয়ালমারী ও আলফাডাঙ্গায় পাকসেনাদের অত্যাচার ও লুটপাটের দোসর রাজবাড়ির মওলানা নাসির আহমেদ ওরফে নাসির মওলানা। তার নেতৃত্বেই বোয়ালমারী ও আলফাডাঙ্গায় রাজাকার সংগঠন গড়ে ওঠে এবং হত্যা- খুনসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়।
জুলাই মাসে নাসির মওলানার নেতৃত্বে কুদ্দুস মান্নানসহ বিরাট এক রাজাকার বাহিনী ব্যাপক হিংসাত্মক ঘটনা ও লুটপাট করে।
[১৫] আবু সাঈদ খান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত