You dont have javascript enabled! Please enable it!

নিলখাদ গণহত্যা ও গণকবর, ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া উপজেলার অন্তর্গত নিলখাদ গ্রামে পাকিস্তানি হানাদারদের গুলিতে ৫ জন শাহাদাত বরণ করেন। নিলখাদ গ্রামের পূর্ব পাড়ের কর্নেল বাজার সড়কের পাশে সেখানে শাহাদাত বরণকারী ৫ জনের গণকবর রয়েছে।
উল্লেখিত ঘটনাসমূহ ছাড়াও আখাউড়ার উপজেলার আনাচে-কানাচে অনেক গণহত্যা সংঘটিত হয়েছে এবং গণকবর রয়েছে। এর মধ্যে বনগজ কবরস্থানে মুক্তিযোদ্ধা তন্তুর ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে বাঞ্ছারামপুরের ৩ জন শহীদ মুক্তিযোদ্ধার, দেবগ্রাম গ্রামের দক্ষিণ পাশে শহীদ ইদন খাঁর কবর, কুড়িপাইকা গ্রামের ভারত সীমান্তের লংকামুড়ায় শহীদ মুক্তিযোদ্ধা ওয়াহাব মিয়া বীর প্রতীকের কবর, আজবপুর বাজারের নিকট শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন বদিউজ্জামান ও শহীদ মুক্তিযোদ্ধা সিপাহী রঞ্জন আমিনের কবর এবং খড়মপুর মাজার কবরস্থানে শহীদ মুক্তিযোদ্ধা আ. রহমান চরু মিয়ার কবর রয়েছে। এছাড়া উত্তর মনিয়ন্দ আ. আজিজ সরদারের বাড়িতে পুকুরের উত্তর পাড়ে আরো গণকবর রয়েছে।
[১১৯] শাহজাহান আলম সাজু

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!