নতুন রাস্তার মোড় ও পাবলার গণহত্যা ও গণকবর, খুলনা
যশোর-খুলনা সড়কের পাশে, খালিশপুর ও পাবলার সংযোগ স্থানে নতুন রাস্তার মোড় অবস্থিত। দীর্ঘদিন ধরে সড়কপথে, বিশেষ করে দূরপাল্লার বাসে কেের এ এলকায় যাদের গমনাগমন ছিল, তারা এ মোড় থেকেই বাসে ওঠা-নামা করত। মুক্তিযুদ্ধ চলাকালে বিহারি ও রাজকাররা রাতে এ মোড়ে এসে ওঁৎ পেতে থাকত। বাসের যাত্রী বা পথচারীদের পেয়েই তারা তাদেরকে ধরে রাস্তার পাশে গাছের আড়ালে নিয়ে হত্যা করে ফেলে রেখে যেত। নতুন রাস্তার মোড়ের সন্নিকটে পাবলার আর একটি গণকবর হলো পাবলা সরকারি হাঁস প্রজনন খামার। যশোর-খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত এ খামারে পাকবাহিনী একটি ক্যাম্প স্থাপন করে। এ ক্যাম্পের সেনারা বিহারী ও এদেশীয় সহযোগীদের সহযোগিতায় পাবলা, খালিশপুর, দৌলতপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতন করত এবং নিরীহ লোকজনদের ধরে এনে এ খামারে নির্যাতন চালিয়ে রাতে তাদের হত্যা করত। এসব লাশ তারা খামারের পার্শ্বস্থ খোলা জায়গায় পুঁতে রাখত। স্বাধীনতার পর এ রকম অনেক জায়গা থেকে নরকঙ্কাল উদ্ধার করা হয়েছে।
[৯২] মোল্লা আমীর হোসেন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত