ধুলদিয়া রেলওয়ে সেতু বধ্যভূমি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার গচিহাটা রেল স্টেশনের কাছে ধুলদিয়া রেলওয়ে সেতু হচ্ছে একটি বধ্যভূমি। বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষকে এ স্থানে ধরে এনে গুলি করে হত্যা করে পানিতে ফেলে দেয়া হতো। এসব হত্যাকাণ্ডের মূলে ছিল পাকহানাদার বাহিনীর অধিনায়ক মেজর ইফতেখার। ১৯৭১ সালের জুলাই মাসের শেষের দিকে কিশোরগঞ্জ আসে। এসেই প্রতিদিন ত্রিশ, চল্লিশ, পঞ্চাশ এমনকি আরও বেশি লোককে ধরে এনে এখানে হত্যা করে। কত লোককে যে তার হাতে প্রাণ দিতে হয়েছে তার সঠিক তথ্য বের করা অত্যন্ত দুরূহ ব্যাপার।
[ ১৩৭] দিলরুবা বেগম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত