নবীগঞ্জ গণহত্যা, হবিগঞ্জ
আগস্ট মাসে মুক্তিযোদ্ধা শ্যামা প্রসন্ন দাসগুপ্তের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা নবীগঞ্জ থানার সকল পুলিশকে বন্দি করে নিয়ে যান। এ ঘটনার পর পাকিস্তানি বাহিনী নবীগঞ্জ বাজারে প্রবেশ করে নিরীহ লোকদের হত্যা করে। এরা হলেন রাজকুমার বণিক, শৈলেন্দ বণিক, সুরেশ দাস, রায়মোহন শীল, জিতেন্দ্ৰ নাথ ঢালি, অমূল্য চন্দ্র দাস, গোবিন্দ দাস, গোবিন্দ শীল, শাহবাজ মিয়া, সুরেশ ভট্টাচার্য (পুরোহিত), পিয়ার মোহন পাল, গজেন্দ্র দেব, উমাকান্ত দাস, উপেন্দ্ৰ বণিক, কালী নমঃশূদ্র সহ ২৮ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ড. অনুদ্বৈপায়ন ভট্টাচার্য মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন। ড. ভট্টাচার্যের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। নবীগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে ১১৭ জন প্রাণ দিয়েছেন।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত