You dont have javascript enabled! Please enable it! নবাবপুর বিসিসি রোডের রাজারকার ক্যাম্প ও হত্যাকাণ্ড | ঢাকা - সংগ্রামের নোটবুক

নবাবপুর বিসিসি রোডের রাজারকার ক্যাম্প ও হত্যাকাণ্ড, ঢাকা

এখানকার একটি বাড়িতে ছিল ঢাকার বৃহত্তম রাজাকার ক্যাম্প। ঢাকার বিভিন্ন স্থান থেকে অগণিত বাঙালিকে এখানে ধরে এনে হত্যা করা হয়। ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে এই বাড়ি থেকে দুজন রাজাকার গ্রেফতার হয়। তাদের কাছ থেকে জানা যায় যে, পাকিস্তানি সেনাবাহিনীর অফিসাররা সব সময়ই এই ক্যাম্পে আসত এবং ঢাকা শহরের ম্যাপ নিয়ে তাদের সাথে নানা সলা-পরামর্শ করত। ধৃত রাজাকারদের কাছ থেকে বেশ কিছু হত্যাকারীর নাম পাওয়া গেছে। ধৃত দুজনসহ এরা সকলে মুক্তিযুদ্ধকালীন নয় মাসে অসংখ্য বাঙালি হত্যা, ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। এই ঘাতকেরা স্বাধীনতার পর মিরপুর, মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছে তাদের কাছ থেকে জানা যায়।
[২২১] রোজিনা কাদের

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত