নরসিংদী খাটারা সেতু বধ্যভূমি, নরসিংদী
শহর থেকে একটু দুরে নরসিংদী-তারাবো সড়কে সেতুটির অবস্থান। পাকিস্তানি হানাদাররা বিভিন্ন স্থান থেকে বাঙালিদের ধরে এনে এখানে নির্যাতন চালিয়ে হত্যা করত। সেতুর ওপর দাঁড় করিয়ে এদের গুলি করে হত্যা করা হতো। এরপর সেতুর আশপাশে মাটিচাপা দিয়ে রাখত। স্বাধীনতার পর কতিপয় সমাজসেবী ও উৎসাহী তরুণ খাটারা সেতুর আশপাশ থেকে অসংখ্য কঙ্কাল উদ্ধার করেন। এখানে কঙ্কালের সাথে পাওয়া যায় শাড়ি, চুড়ি, মাথার চুল, জামাকাপড় ইত্যাদি।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত