দোয়াদপাড়া ব্রিজ গণহত্যা, রাজশাহী
আওয়ামী লীগকে সমর্থন করার অপরাধে কিছু আওয়ামী সমর্থক এবং হিন্দু সম্প্রদায়ের ৮৬ জন হিন্দুকে ১৯৭১ সালের ৩ মে, সোমবার পাকবাহিনী নির্মম অত্যাচারের মাধ্যমে হত্যা করে। রাজশাহীর বনপাড়া মিশন থেকে মিশনে আশ্রয় গ্রহণকারীদের পাকবাহিনীর মেজর শেরওয়ানীর নেতৃত্বে ধরে নিয়ে দোয়দপাড়া ব্রিজে এনে হত্যা করা হয়।
[৫৮৩] রয়া মুনতাসীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত