You dont have javascript enabled! Please enable it!

দামপাড়া গরীবুল্লাহ শাহ্ মাজার বধ্যভূমি, চট্টগ্রাম

চট্টগ্রামের সবচেয়ে মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয় দামপাড়া গরীবুল্লাহ শাহ্ মাজারের পার্শ্বস্থ বধ্যভূমিতে। এই বধ্যভূমিতে প্রায় ৪০ হাজার বাঙালিকে হত্যা করা হয়। ‘৭১-এর ৩০ মার্চ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত বৃষ্টির দিন ছাড়া প্রত্যহ সন্ধ্যায় কড়া মিলিটারি প্রহরায় ৫ থেকে ৬টি ট্রাক বোঝাই নিরীহ লোক ধরে এখানে নিয়ে আসা হয়। প্রত্যহ হত্যাযজ্ঞের শুরুতে লাশ পুঁতার জন্য এখানে গভীর গর্ত খনন করা হতো। তারপর হতভাগ্যদের চোখ বেঁধে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে এই গর্তে মাটিচাপা দেয়া হতো। মাত্র কয়েক দিনের লাশে এই গভীর গর্ত ভর্তি হয়ে গেলে সদ্য মৃত লাশগুলোকে ট্রাকে অন্যত্র সরিয়ে ফেলার ব্যবস্থা করা হতো।
সংকলন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত