You dont have javascript enabled! Please enable it!

দোয়াতপাড়া বধ্যভূমি, নাটোর

দোয়াতপাড়া গ্রামটি নাটোর শহর থেকে তিন মাইল পশ্চিমে অবস্থিত। অত্যাচারিত, নিরাশ্রিত ভারতগামী একদল নারী-পুরুষ-শিশু নাটোর থেকে পাবনা যাবার পথেই রোমান ক্যাথলিক মিশনে আশ্রয় নিয়েছিল। কিন্তু পাঞ্জাব রেজিমেন্টের কুখ্যাত মেজর শেরওয়ানি ৩ মে সেই আশ্রিতদের কিছু সংখ্যককে সেখানেই হত্যা করে, বাকিদের ট্রাকে করে দোয়াতপাড়া গ্রামে নিয়ে আসে। ইতোমধ্যে আরেকজন ক্যাপ্টেন গোকুলনগর ও নলবাজ থেকে আরও ৬০ জন বাঙালিকে দোয়াতপাড়ায় ধরে আনে। ফাদার গ্যাবলিব ও ফাদার পিনোস বন্দিদের বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু তাদের অনুরোধে কোনো কাজ হয়নি। এখানে হানাদাররা ১৫৭ জন নারী-পুরুষকে হত্যা করে।
[৩৪] মঞ্জুমা সেলিম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!