You dont have javascript enabled! Please enable it! 1971.08 | দেয়াড়া গণহত্যা ও গণকবর | খুলনা - সংগ্রামের নোটবুক

দেয়াড়া গণহত্যা ও গণকবর, খুলনা

দিঘলীয়া থানার দেয়াড়া গ্রামে প্রায় ৩০০ বিহারি বসবাস করত। ১৯৭১ সালের আগস্ট মাসে এ গ্রামে রাজাকার ক্যাম্প স্থাপিত হয়। এর কমান্ড ছিল শওকত। এ মাসের শেষের দিকে শওকত মিয়ার নেতৃত্বে রাজাকার ও বিহারিরা এ গ্রামে আকস্মিক হামলা চালায়। তারা বিভিন্ন বাড়িতে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মাধ্যমে গ্রামটি ধ্বংসযজ্ঞে পরিণত করে এবং বহু লোককে হত্যা করে। উল্লেখ্য যে, এখানে বসবাসকারী বিহারিদের মধ্যে আজিম বিহারি ছিলেন একজন উদার মনোভাবাপন্ন ব্যক্তি। তিনি বাঙালিদের অত্যাচার-নির্যাতন ও হত্যাযজ্ঞসহ যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষায় সর্বদা সচেষ্ট ছিলেন। ফলে নিজ সম্প্রদায়ের ঘাতকরা তাঁকে ও হত্যা করে। হত্যালীলা চরিতার্থ করার পর তারা চলে গেলে স্থানীয় লোকজন বিভিন্ন জায়গায় পড়ে থাকা লাশগুলো গণকবর দেয়। এ হামলায় আজিম বিহারি ছাড়াও ৮ জন নিহত হয়।
[৯২] মোল্লা আমীর হোসেন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত