দীনেশ কর্মকারের বাড়ি গণকবর, সাতক্ষীরা
সাতক্ষীরা টাউন স্কুলের (বর্তমানে সরকারি বালক বিদ্যালয়) পেছনে দীনেশ কর্মকারের বাড়ি। স্বাধীনতার পর এই বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় ৪০० মানুষের মাথার খুলি ও কঙ্কাল। পাকহানাদার ও তাদের দোসররা এখানে এই কর্মকারের বাড়িতে বাঙালি মুক্তিকামীদের ধরে নৃশংসভাবে হত্যা করত। বর্তমানে এখানে এই বধ্যভূমি ও গণকবরের কোনো স্মৃতিচিহ্ন নেই। দীনেশ কর্মকার তাঁর পৈতৃক বাড়ি বিক্রি করে চলে গেছেন ভারতে। এখানে এখন নির্মিত হয়েছে বসতবাড়ি। অনেকে দীনেশ কর্মকারের বাড়িটির অবস্থানটুকুও দেখাতে পারেন না। বর্তমানের স্কুলের পেছনের একটি পুকুরের মতো ডোবাস্থানটি বধ্যভূমি ও গণকবর হিসেবে পাকিস্তানিরা ব্যবহার করত বলে অনেকে মনে করেন।
[৩৪৪] মিজানুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত