দক্ষিণপাড়া গণহত্যা, নারায়ণগঞ্জ
নভেম্বর মাসের শেষ সপ্তাহ। পাকিস্তান সেনাবাহিনী ও তার দোসররা নারায়ণগঞ্জের সাওঘাট গ্রামের দক্ষিণপাড়ায় হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা মুতালিব মীর, সলিমুল্লাহর বাড়িঘর আগুন ধরিয়ে দেয়। গোলাকান্দাইল ঋষিপাড়া পুড়িয়ে দেয়। বলাইখা গ্রামের ১৭-১৮ জন নিরীহ লোককে হত্যা করে।
সাওঘাট গ্রামের ঋষি শিরীষ, ফাউসা গ্রামের আফজাল হোসেন (সাবেক হাবিব ব্যাংকের কর্মকর্তা), জনৈক ভূঁইয়া শহীদ হয়েছিলেন সেদিন।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত