ত্রৈলোক্যবিজয় গণহত্যা, সিলেট
বাসুদেবশ্রীতে গণহত্যা শেষে পাকিস্তানি হায়েনার দল ত্রৈলোক্যবিজয় গ্রামে প্রবেশ করে। এখানেও শুরু করে তারা পাইকারি হত্যাযজ্ঞ। যাকেই সামনে পায়, তাকেই লক্ষ্য করে তারা ছুঁড়ে চলে গুলি। আর সেই গুলিতে একে একে ঢলে পড়েন দেবেন্দ্র সেন, দেবেন্দ্র সেনের স্ত্রী, প্রমোদ রঞ্জন সেন, পরেশ চন্দ্ৰ সেন, বিহারি লাল সেন, বিজয়কৃষ্ণ সেন, হৃদয় দেব, সমর দত্ত, রমন ধর ও সুরেশচন্দ্র ধর। সমানে পুড়িয়ে দেয় তারা ঘরবাড়ি। লুটপাট করে গ্রামজুড়ে।
ত্রৈলোক্যবিজয়ের সবুজ প্রান্তর সেদিন লালে লাল হয়ে ওঠে। যত্রতত্র লাশের পর লাশ। আহত লোকজনের আহাজারিতে গ্রামের বাতাস ভারি হয়ে ওঠে। কিন্তু পাকবাহিনীর কিংবা তাদের এ দেশীয় দোসরদের মনে এতটুকু দয়ার উদ্রেক হয়নি।
[৪৬] তাজুল মোহাম্মদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত