You dont have javascript enabled! Please enable it! 1971.04.27 | ত্রিশ গোডাউন কম্পাউন্ডের পেছনের বধ্যভূমি | বরিশাল - সংগ্রামের নোটবুক

ত্রিশ গোডাউন কম্পাউন্ডের পেছনের বধ্যভূমি, বরিশাল

বরিশালের ত্রিশ গোডাউন কম্পাউন্ডের পেছনের গেট থেকে নদীর ঘাট পর্যন্ত প্রায় বিশ বিঘার মতো ধানি জমির পুরোটাই বরিশালের মূল গণকবর ও বধ্যভূমি এলাকা। বিভিন্ন স্থান থেকে ধরে নিয়ে এসে ঐ এলাকাতে হত্যা করে, কখনো মাটিচাপা আবার কখনো বা নদীতে ফেলে দেয়া হয়েছে বাঙালিদের। ২৭ এপ্রিল পাকবাহিনী বরিশাল শহরে ঢুকেই নির্বিচারে মানুষ হত্যা শুরু করে।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত