You dont have javascript enabled! Please enable it!

তেলচিপাড়া গণহত্যা ও গণকবর, সিলেট

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন এপ্রিলের প্রথম দিকে সিলেট জেলার সদর তেলচিপাড়ায় পাক হানাদারেরা গণহত্যা চালায়। গরেশ, মাখন, রাচিয়া, বিনোদ ও রাবিয়াসহ অনেককে ঘরে নিয়ে এসে একত্র করে তেলচিপাড়া বস্তির দক্ষিণ পাশের খালি বাড়িতে। এদের সবাইকে গুলি করে হত্যা করে এবং তেলচিপাড়া কবরস্থানে গণকবর দেয়।
[৫৫] গুলনাহার তুহীন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!