ঢাকা বাজু আনসার ক্লাব নির্যাতন কেন্দ্র, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের অবাঙালি রাজাকারদের অত্যাচারে শ্রমিকরা মিলে কাজ করতে আসতে পারত না। অনেক শ্রমিক অভাবের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আসত। সপ্তাহ শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাজাকাররা শ্রমিকদের ওপর হামলা করে টাকা-পয়সা লুণ্ঠন করত। ধরে নিয়ে তুলে দিত জল্লাদদের হাতে। অসহায় শ্রমিকদের কাকুতি মিনতি অনুনয় বিনয়ে কোনো কাজই হতো না। কারণ তারা তো সাধের পাকিস্তান রক্ষার মন্ত্রে দীক্ষিত। যার ফলে এই নিষ্ঠুর নরাধমদের হাতে প্রাণ দিতে হতো শ্রমিকদের।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত