তরাঘাট বধ্যভূমি, মানিকগঞ্জ
মানিকগঞ্জের তরাঘাট অন্যতম একটি বধ্যভূমি। মানিকগঞ্জ জেলার’ ওপর দিয়ে প্রবাহিত ধলেশ্বরীর শাখা নদী কালীগঙ্গার তীরের তরাঘাট ছিল একটি বর্ধিষ্ণু জনপদ। এখানে প্রতিদিন পাকিস্তানি সেনারা বিভিন্ন স্থান থেকে ১০-১২ জন করে লোক ধরে এনে তরাঘাটে হত্যা করত।
[ ১৩৭] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত