তারাইকান্দি গ্রাম গণহত্যা, রংপুর
১৯৭১ সালের আগস্ট মাসের এক রাতে তারাইকান্দি গ্রামে হানাদর বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের এক সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধ চলে পরের দিন শুক্রবার দুপুর পর্যন্ত। গোলাবারুদের অভাবে মুক্তিযোদ্ধারা পেছনে ফিরতে বাধ্য হন। ফলে যুদ্ধ তখন শেষ হয়ে যায়। এর পরেই শুরু হয় গ্রামবাসীদের ওপর হত্যা ও ধ্বংসের তাণ্ডবলীলা। পাকবাহিনী অগ্নিসংযোগ করে পুরো গ্রামটি পুড়িয়ে দেয়। এরপর তারা ঐ গ্রামের ১৪ জন নারীপুরুষসহ নাম ঠিকানাবিহীন ৫০ থেকে ৫৫ জন মানুষকে ঘাঘট নদীর তীরে নিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শী ঐ গ্রামের আলাউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গোলাগুলির ভয়ে দৌড়ে পালিয়ে যাই। দুদিন পরে ফিরে এসে ঘাঘট নদীর পাড়ে দেখি লাশ আর লাশ। আমার স্ত্রী রহিমাও হাতে রশি বাঁধা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন।” শহীদ হওয়া কয়েকজনের নাম- নূর হোসেন আকন্দ, তাঁর দুই স্ত্রী, মমরুজ আলী, শমশের আলী, ইছহাক আলী প্ৰমুখ।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত