তালোর বন্দর নির্যাতন কেন্দ্র ও গণহত্যা, বগুড়া
বগুড়ার তালোর বন্দরে ছিল পাকিস্তানিদের শক্তিশালী ঘাঁটি। এই বন্দর এলাকায় ফল বাগান, পুকুর, দুর্গাদহের পদ্মপুকুর, তালোর স্কুল প্রভৃতি স্থানে বাঙালিদের ধরে এনে নির্যাতনের পর হত্যা করা হতো। তালোর পদ্মপুকুরে পিতাপুত্রসহ ১৪ জনকে এক রাতেই হত্যা করে। আদমদীঘি, নশরতপুর, চামরুল প্রভৃতি এলাকা থেকে বাঙালিদের ধরে এনে তালোরে হত্যা করা হতো। হানাদাররা মানুষ খুন করার জন্য দুর্গাদহ নদীর ধারে মাচা বানিয়েছিল। বিভিন্ন এলাকা থেকে লোক ধরে নিয়ে এসে নদীর দিকে মুখ করে দাঁড় করিয়ে পেছন থেকে গুলি করে হত্যা করা হতো। কোনো কোনো সময়ে হাত-পা বেঁধে জীবন্ত মানুষকে পানির মধ্যে ফেলে দেওয়া হতো।
[১৩৭] সুকুমার বিশ্বাস
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত