তেজগাঁও কৃষি ট্রেনিং ইনস্টিটিউট গণকবর, ঢাকা
এই ইনস্টিটিউটের ২৮, ৩৩ ও ৩৭ নং স্টাফ কোয়ার্টার প্রাঙ্গণের মাটি খুঁড়ে হাত- চোখ বাঁধা ৪টি গলিত লাশ উদ্ধার করা হয়। নিহতদের বয়স ২৪-৪৫ বছরের মধ্যে। লাশগুলো শনাক্ত করা না গেলেও পুলিশের অনুমান সম্ভবত এরা ছিলেন বুদ্ধিজীবী এবং ১০-১৬ ডিসেম্বরে এদের নৃশংসভাবে হত্যা করা হয়। এদের ১ জনের গলা কাটা, ১ জনের পেটের ভুঁড়ি বেরুনো, ১ জনের বুকে গুলি বা বেয়োনেট বিদ্ধ করার চিহ্ন এবং অপরজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। উল্লেখ্য, ২৫ মার্চের পর এই স্টাফ কোয়ার্টারে আলবদর ও মোজাহিদ বাহিনী ক্যাম্প স্থাপন
করেছিল।
[২২৫] রোজিনা কাদের
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত