তেঁতুলবাড়িয়া হত্যাকাণ্ড, বাগেরহাট
১৫ আগস্ট রোবিবার ২৯ শ্রাবণ মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে সুতালরি গ্রামের আবদুর রহমান হাওলাদার, তসিমুদ্দিন সরদার ও সয়েজ উদ্দিনকে মোরেলগঞ্জের রাজাকাররা গ্রেফতার করে। গ্রেফতার করার পর তাঁদের স্থানীয় তেঁতুলবাড়িয়া বাজারে নিয়ে আসা হয়। সেখানে অকথ্য নির্যাতন চালানোর পর আবদুর রহমান হাওলাদার ও তসিমুদ্দিন সরদারকে গুলি করে হত্যা করা হয়। রাজাকাররা সেদিন বাজারের দুজন মুচিকেও গুলি করে হত্যা করেছিল। এরপর তারা সয়েজ উদ্দিনকে মোরেলগঞ্জে নিয়ে যায় এবং একদিন পরে সেখানে তাঁকেও হত্যা করে।
[১২৪] স্বরোচিষ সরকার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত