যুক্তরাজ্যে বাংলাদেশ আন্দোলন
এদিন দুপুর বেলা বাঙালি ছাত্রদের সংগঠন স্টুডেন্টস একশন কমিটির উদ্যোগে লন্ডনের হাইড পার্কে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জনতা মিছিল সহকারে ট্র্যাফালগার স্কোয়ারে কাউন্সিল ফর দি পিপলস্ রিপাবলিক অব বাংলাদেশের আয়োজনে আরেকটি জনসভায় যোগ দেয়। ট্র্যাফালগার স্কোয়ারে প্রায় দশ হাজার লোকের এ জনসভায় অন্যান্যদের মধ্যে কাউন্সিল ফর দি পিপলস্ রিপাবলিক অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি শেখ আবদুল মান্নান, সুলতান শরীফ, আবদুল মতিন, সাখাওয়াত হোসেন ও মোহাম্মদ হোসেন মঞ্জু বক্তৃতা করেন। গাউস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কার্য পরিচালনা করেন বিএইচ তালুকদার। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল ১০ নং দাউনিং ষ্ট্রীটে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বাংলাদেশকে স্বীকৃতি দানের আবেদন সম্বলিত স্মারক লিপি জমা দেয়।
বিচারপতি আবু সাইদ চৌধুরী ব্রিটিশ বৈদেশিক উন্নয়ন মন্ত্রী উড এর সাথে সাক্ষাৎ করে পূর্ব পাকিস্তানে রক্তপাত বন্ধ ও শেখ মুজিবের মুক্তির জন্য প্রচেষ্টা নেয়ার অনুরোধ জানান। সন্ধ্যায় হেম্পষ্টেড টাউন হলে লেবার পার্টির এমপি জন এনালস এর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ব পাকিস্তানে ব্যাপক রক্তপাত ঘটানোর জন্য পাকিস্তান সরকারের নিন্দা করা হয়। আরও বক্তব্ব রাখেন পিটার শোর, লর্ড ব্রকওয়ে, পশ্চিম পাকিস্তানী ছাত্রনেতা তারিক আলী, লেবার পার্টি এম পি মাইকেল বার্নস, শেখ আব্দুল মান্নান, লুলু বিলকিস বানু, আওয়ামী লীগ নেতা সুলতান শরীফ, ফরিদ এস জাফরি। পিটার শোর পূর্ব পাকিস্তানে জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েনের দাবী জানান।