You dont have javascript enabled! Please enable it!

ডাববাগান গণহত্যা, পাবনা

নগরবাড়ী-বগুড়া মহাসড়কে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পাইকরহাটী গ্রামের (শহীদনগর) ডাববাগানের কাছে একাত্তরের ১৯ এপ্রিল পাক বাহিনী মুক্তিসেনাদের সম্মুখ প্রতিরোধের সম্মুখীন হয়। ডাববাগানের এ যুদ্ধ দুপুরে শুরু হয়ে দিনভর চলে। পাকবাহিনীর বিশাল শক্তির কাছে টিকতে না পেরে মুক্তি সেনারা গা ঢাকা দিলে পাকসেনারা গ্রামবাসীর ওপর অমানুষিক নির্যাতন চালায়। পুড়িয়ে দেয় পার্শ্ববর্তী গ্রাম-রামভাদ্রবাটি, কুড়িয়াল, সাটিয়াকোলা, সাটিয়াকোলা বড় গ্রাম। নির্বিচারে গুলি চালায় গ্রামবাসীর ওপর। সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পাখির মতো গুলি করে হত্যা করে শত শত স্বাধীনচেতা গ্রামবাসীকে। সেদিন প্রায় ২’শ গ্রামবাসী শহীদ হন।
[৪০৪] হাসিনা আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!