ডাম্পিং ডিপোর কাছে বধ্যভূমি, চট্টগ্রাম
স্বাধীনতার পরপরই চট্টগ্রামের পাঁচলাইশের ডাম্পিং ডিপোর কাছে আরো একটি বধ্যভূমি আবিষ্কৃত হয়। এই স্থানে মাটি সরাবার পর শত শত নরকঙ্কাল পাওয়া যায়। মাথার খুলি এবং হাড়গোড়ের পরিমাণ দেখে পাঁচলাইশের এই বধ্যভূমিতে পাঁচ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে বলে অনুমান করা হয়। কোনো কোনো কঙ্কাল তখনো বুলেটবিদ্ধ ছিল।
[১৩৭] সুকুমার বিশ্বাস
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত